২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারআ একসময় যুক্তরাষ্ট্রের হাতে বন্দি ছিলেন। এবার সেই ইতিহাসের নাটকীয় মোড় ঘুরে তিনি মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত চার তারকাধারী জেনারেল ডেভিড পেট্রেয়াসের সঙ্গে। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় এই বিরল দৃশ্যের জন্ম হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিউইয়র্কে এক রাজনৈতিক ফোরামে আলোচনায় অংশ নিতে গিয়ে একসময়কার শত্রু দুই ব্যক্তি একই মঞ্চে বসেন। আল-শারআ, যিনি একসময় বিদ্রোহী নেতা ছিলেন, বর্তমানে সিরিয়ার রাষ্ট্রপ্রধান। আর পেট্রেয়াস, যিনি তাকে বন্দি করেছিলেন, এখন তার প্রশংসা করে এই পরিবর্তনকে “মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে নাটকীয় রূপান্তর” বলে আখ্যা দেন। গত বছর সামরিক অভিযানের মাধ্যমে আল-শারআ সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান ঘটান। তার...