শরীয়তপুরের জাজিরায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ন্যায্য মূল্যে ওএমএসের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, মেপে না দিয়ে বালতিতে করে চাল দিচ্ছেন ডিলার উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: জাকির হাওলাদার। এতে কম চাল পাচ্ছেন তারা। তবে বিষয়টি মানতে নারাজ ডিলার জাকির হাওলাদার। তিনি বলেন, আমাকে হয়রানি করার জন্য একটা পক্ষ উঠেপড়ে লেগেছে। আমার ক্ষতি করতে পারলে তাদের লাভ। তাই সেইসব লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা বলছে। গতকাল মঙ্গলবার জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নে গেলে ন্যায্য মূল্যের চাল পেয়েছেন এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে চাল বিতরণ অনিয়মের সত্যতা পাওয়া যায়। চাল মেপে দেখা যায় ২৪ থেকে ২৭ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পালেরচর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী ৫১৩ জন। এসব কার্ডধারীরা ১৫ টাকা কেজি...