গাজায় ইসরাইলি বাহিনীর বিমান ও স্থল হামলায় বুধবার (২৪ সেপ্টেম্বর) অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, ইসরাইলি বাহিনী গাজা সিটিজুড়ে বাড়িঘর ও আশ্রয়কেন্দ্রে বোমাবর্ষণ চালায়। এতে শহরের কেন্দ্রস্থলে আশ্রয় নেওয়া বহু মানুষ হতাহত হন। বাসসাল বলেন, গাজার মিউনিসিপ্যালিটির একটি গুদামঘর ও ফিরাস মার্কেটে বাস্তুচ্যুতদের টেন্টে তিন দফা বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। এছাড়া আহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। আল-সাহাবা স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে হামলায় দুইজন এবং আল-ইয়ারমুক মার্কেট এলাকায় আরও একজন নিহত হয়েছেন বলে জানান তিনি। মধ্য গাজায় নুসেইরাত এলাকায় একটি বাড়িতে হেলিকপ্টার হামলায় চারজন নিহত হন। একই এলাকার উত্তরাংশে এক বাসভবনে বিমান হামলায় আরও...