আপনি যদি বিংশ শতকের শেষ দশক কিংবা একবিংশ শতকের প্রথম দশকে জন্ম নেওয়া কোনো পাঠক হন, তবে নিশ্চয়ই আপনার হৃদয়ে গানটির অনুরণন শুরু হয়ে গেছে। ক্ষণিকের জন্য নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে যাওয়াটাও অস্বাভাবিক নয়। আমি আপনার পুলক অনুভব করতে পারছি!কারণ, হ্যাঁ, আপনার মতো আমারও ছোটবেলার নির্মল বিনোদনের উৎস মীনা কার্টুন। কেবল আমি বা আপনি নই, এবং কেবল বিনোদনের উৎস হিসেবেই নয়, বরং আমার আপনার মতো হাজারো দর্শকের কাছে অতীব জনপ্রিয় এই মীনা কার্টুনটি সমাজ-সংস্কার ও জ্ঞানের আলোয় মানুষকে সচেতন করে তুলেছে। আজকের লেখায় আমরা মীনার চরিত্র সৃজন ও এর নানা দিক নিয়ে আলোচনা করব।মীনার তুমুল জনপ্রিয়তা লক্ষ্য করে সার্কভুক্ত দেশগুলো ১৯৯৮ সালের ২৪ সেপ্টেম্বরকে মীনা দিবস হিসেবে ঘোষণা দেয়। সময়ের কাঁটা ঘুরে আজ আবার এলো ২৪ সেপ্টেম্বর, বিশ্ব মীনা দিবস। চলুন,...