ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহ্যবাহী টেস্ট সিরিজ অ্যাশেজ। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় মাঠে গড়াবে সিরিজটি। তবে এর দুই মাস আগেই গতকাল (২৩ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের অ্যাশেজ দলে বড় পরিবর্তন এসেছে। ওলি পোপের জায়গায় হ্যারি ব্রুককে নতুন সহ-অধিনায়ক করা হয়েছে। পোপের জায়গায় তিন নম্বর ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে জ্যাকব বেথেলকে। পোপ ভারত সিরিজে শতক দিয়ে শুরু করেছিলেন, কিন্তু ধারাবাহিকতা না থাকায় সিরিজ শেষে তার গড় নেমে আসে ৩৪-এ। স্টোকসের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে শেষ টেস্টে ইংলিশদের নেতৃত্বে দেন পোপ। ম্যাচটি তারা ৬ রানে হেরে যায়। স্কোয়াডে সবচেয়ে বড় চমক উইল জ্যাকসের টেস্ট দলে ফেরা। পাকিস্তানে ২০২২ সালে দুটি টেস্ট খেলা জ্যাকস এবার শোয়েব বাশিরের জায়গায় রিজার্ভ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন। দলে জায়গা পাননি স্পিনার রেহান আহমেদ, লিয়াম ডসন ও...