সুপার টাইফুন রাগাসা এগিয়ে আসার আগে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের উপকূলীয় এলাকাগুলো থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিধসের আশঙ্কায় গুয়াংডংয়ের পার্বত্য অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সম্ভব হলে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে; জানিয়েছে বিবিসি। চীনের আবহাওয়া বিশেষজ্ঞরা টাইফুন রাগাসাকে ‘ঝড়ের রাজা’ বলে অভিহিত করছেন। এই প্রবল টাইফুনের সঙ্গে আসা জলীয়বাষ্প মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত ঘটাতে পারে বলে ধারণা তাদের। তারা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে টাইফুনগুলোর তীব্রতা আরও বেড়েছে। পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। তারা সাইরেন বাজাচ্ছে ও লোকজনকে বাড়িতে থাকার জন্য সতর্ক করছে। বিবিসি লিখেছে, যা স্পষ্ট তা হল এই ধরনের চরম আবহাওয়ার জন্য চীনের প্রস্তুতি। এলাকাগুলোর পাহারাদাররা সব জায়গায়...