শিশুর জন্ম মানেই এক নতুন আশার আলো। কিন্তু জন্মের পর অনেক সময়ই কিছু সমস্যা চুপিসারে লুকিয়ে থাকে, যেগুলো সময়মতো ধরা না পড়লে হতে পারে মারাত্মক বিপদ। তার মধ্যে অন্যতম হলো শিশুর জন্মগত হার্টের সমস্যা।বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ১৩ লাখ শিশু হার্টের ত্রুটি নিয়ে জন্ম নেয়। অনেক ক্ষেত্রেই এর লক্ষণগুলো শুরুতে স্পষ্ট না হওয়ায়, বাবা-মা বুঝতেই পারেন না কী ভয়াবহ জটিলতা তাদের শিশুর শরীরে তৈরি হচ্ছে।আরও পড়ুন :শিশুর রক্তশূন্যতা নিয়ে সচেতন হোনআরও পড়ুন :আপনার শিশুর এই লক্ষণগুলো কিডনির ঝুঁকির ইঙ্গিত দিতে পারেস্বামী-স্ত্রীর ঝগড়ার মূল ১০ সাধারণ কারণশিশু হার্ট বিশেষজ্ঞ ডা. স্মিতা মিশ্রার মতে, ‘শিশুর জন্মের পর থেকেই হার্টের স্বাস্থ্যের দিকটি খেয়াল রাখা অত্যন্ত জরুরি।’ নিয়মিত চেকআপ ও লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকলে অনেক শিশুর জীবন বাঁচানো সম্ভব।জন্মগত হার্টের সমস্যাগুলো কী কী হতে...