২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পিএম ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল মিথিলা। গভীর রাতে হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের ধারণা, রাসেল ভাইপার সাপের ছোবলে মিথিলার মৃত্যু হয়েছে। তারা জানান, প্রায় দশ দিন আগে একই ঘরে একটি রাসেল ভাইপার ঢুকলেও সেটি মারা সম্ভব হয়নি। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মিথিলা খাতুন দুর্গাপুর গ্রামের...