গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আয়োজকদের দাবি, গ্রীস উপকূলে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ড্রোন হামলা, বিস্ফোরণ ও যোগাযোগ ব্যাহত হওয়ার ঘটনা ঘটে। তাদের ভাষ্য, একাধিক ড্রোন জাহাজের ওপর অজানা বস্তু ফেলেছে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রাজিলিয়ান আয়োজক টিয়াগো আভিলা ইনস্টাগ্রামে জানান, রাতভর ১০ বার হামলা চালানো হয়। সাউন্ড বোমা, ফ্লেয়ার ছাড়াও সন্দেহভাজন রাসায়নিক ছোড়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মী গ্রেগ স্টোকার বলেন, তাঁর জাহাজেও একটি কোয়াডকপ্টার বিস্ফোরক ফেলে। আরও কয়েকটি জাহাজ একইভাবে আক্রান্ত হয়। তিনি জানান, তাদের রেডিও দখল করে প্রতিপক্ষ আব্বা ব্যান্ডের গান বাজাতে শুরু করে। ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য...