এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন এক গুরুত্বপূর্ণ পেসার মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।ভারত ম্যাচের পরদিনই সুপার ফোরের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখতে বলেছেন সাবেক এই কিংবদন্তি পেসার।শোয়েব আখতারের মতে, ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কম। শক্তির বিচারে ভারতের চেয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়া সহজ। আর তাই পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে যেন টাইগাররা সেরাটা দিতে পারে সেজন্য মুস্তাফিজুর রহমানসহ অন্য মূল ক্রিকেটারদের বিশ্রাম চান সাবেক পাকিস্তানি পেসার।তিনি বলেন, 'অবশ্যই বাংলাদেশের মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত। বিশেষ করে মুস্তাফিজকে। ওর দিকে আমার...