স্কুল ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখান থেকে সমাবেশকারীরা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেন।আরো পড়ুন:গলায় কলা আটকে শিশুর মৃত্যুনদী থেকে শিশুর লাশ উদ্ধার, বিদ্যুৎস্পর্শে মৃত্যু বলে ধারণা পুলিশের নদী থেকে শিশুর লাশ উদ্ধার, বিদ্যুৎস্পর্শে মৃত্যু বলে ধারণা পুলিশের উক্যেনু মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সুমন চাকমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের প্রতিনিধি আকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি ওয়াপাই মারমা। সমাবেশে বক্তারা জানান, গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষন করা হয়। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার...