দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’ লস অ্যাঞ্জেলেসের একটি চলচ্চিত্র উৎসবে দুই শাখায় পুরস্কার জিতেছে। সিনেমার প্রযোজক আরিফুর রহমান গ্লিটজকে জানিয়েছেন, এল এ (লস অ্যাঞ্জেলেস) ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনয় শিল্পী হিসেবে ইন্তেখাব দিনার ও সেরা পরিচালক হিসেবে বিজন ইমতিয়াজ পুরস্কার জিতেছেন। ১৭ মিনিট দৈর্ঘ্যের ‘আ থিং অ্যাবাউট কাশেম’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন, আর গল্পে তার সঙ্গে যুক্ত ছিলেন নির্মাতা বিজন। প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও নুহাশ হুমায়ূন। সিনেমাটি তৈরি হয়েছে গুপী বাঘা, লং স্টোরি ও স্ক্রিনস্কোপ প্রোডাকশনসের যৌথ উদ্যোগে। পুরষ্কার প্রাপ্তির খবরে প্রতিক্রিয়া জানিয়ে বিজ্ঞপ্তিতে বিজন বলেন, "একজন চলচ্চিত্র নির্মাতার কাছে এই অর্জন অনেক আনন্দের। কিছু কিছু অভিনেতা আছেন যাদেরকে আমরা মেথড অ্যাক্টর বলি, তারা চরিত্রের গভীরে প্রবেশ করতে পছন্দ করেন। আবার এমন কিছু অভিনেতা আছেন যারা...