হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুরের পর হাজতখানায় নেওয়ার পথে ‘ধাক্কাধাক্কি করার জন্য’ দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর চটে যান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এর পর কিছুটা ধীর গতিতে তাকে হাঁটিয়ে নিয়ে যান পুলিশ সদস্যরা। জুলাই আন্দোলন ঘিরে শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আদেশের পর আদালত থেকে কামরুলকে কারাগারে নেওয়ার পথে এ ঘটনা ঘটে। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম সাদেকুর রহমান এ আদেশ দেন। গত ১৮ সেপ্টেম্বর কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেছিলেন। সকাল সাড়ে ১০টার পর কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। লাঠিতে ভর দিয়ে পুলিশ...