আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আতাঁত নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে আমাদের (বিএনপি) কোনো আতাঁত নেই। আর তাদেরকে (আওয়ামী লীগ) যারা সহযোগিতা করছে, তাদের খোলস খুলে বের হতে দেওয়া হবে না। সবাই সতর্ক থাকবেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও অপকর্মের বিচার হলে এবং অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখালে নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। এখনও বহু ষড়যন্ত্র, নীলনকশা ও...