ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম বলেছেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তদন্তই শেষ হয়নি, ৯ মাসের বেশি সময় হয়ে গেছে। তদন্তই শেষ হচ্ছে না। তদন্ত করেই যাচ্ছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের সময় ঢাকার শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যা মামলায় গত ২২ সেপ্টেম্বর সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন বুধবার ধার্য করেন। এদিন শুনানিকালে সকাল সাড়ে ১০টার পর তাকে এজলাসে তোলা হয়। সেখানে আইনজীবীর সঙ্গে কথা বলেন সোলায়মান সেলিম। ব্যক্তিগত, পারিবারিক ও মামলা সম্পর্কে কথা হয় তাদের। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর...