পরে সোমবার রাতে আসামি ধরতে গেলে এলাকাবাসী যৌথবাহিনীর ওপর হামলা চালায়। এ সময় নিজেদের রক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব জানান, রাতে যৌথবাহিনী আসামিদের গ্রেফতার করতে গেলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে। এ সময় পরিস্থিতি শান্ত করতে ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় ৩ জনকে।নিউজজি/নাসি ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব...