গাজীপুরে ডাকাত সন্দেহে হায়দার ইসলাম (৫১) নামে একজন গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আলামিন (২৫) নামে আরও একজন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হায়দার ইসলাম রাঙামাটির লাংগদু উপজেলার জালালাবাদ গ্রামের সোলেমান বেপারীর ছেলে। আহত আলামিনের বাড়ি ফেনী জেলার মহিরহাট গ্রামের মহন দালালের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ৭ থেকে ৮ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমনটা টের পায় স্থানীয়। একপর্যায়ে দুজনকে ডাকাত সন্দেহে আটক করে বেধড়ক মারধর করা হয়। পরে খবর পেয়ে জয়দেবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হায়দার ইসলাম ও আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, নয়াপাড়া...