গাজীপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫) নামে আরেকজন গুরুতর আহত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হায়দার ইসলাম (৫০) রাঙামাটির লংগদু উপজেলার জালালাবাদ গ্রামের সোলেমান বেপারীর ছেলে। আহত আলামিন (২৬) ফেনী জেলার মহিরহাট গ্রামের মহনের ছেলে। স্থানীয়রা জানান, নয়াপাড়া এলাকায় সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনার পর এলাকাবাসী মিলে বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছিল। এসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে একজনকে আটক করা হয়। তখন তার সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজন পালিয়ে যান। পরে ভৌরাগাটা এলাকায় আরেক জনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আরও পড়ুন-কুষ্টিয়ায় চরমপন্থি সংগঠনের...