মাসের পর মাস জল্পনা-কল্পনার পর অবশেষে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, সদস্য বোর্ড হিসেবে দায়িত্ব পালনে বারবার ব্যর্থতা এবং নানা অনিয়মের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ক্রিকেট কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির কাছ থেকে জাতীয় ক্রীড়া সংস্থার স্বীকৃতি আদায়ের কোনো অগ্রগতি নেই, বরং তাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রসহ বিশ্ব ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করেছে। যুক্তরাষ্ট্র ক্রিকেটের এ সংকট নতুন কিছু নয়। আর্থিক অনিশ্চয়তা, শাসনব্যবস্থায় সংস্কারের অভাব, দুর্নীতির অভিযোগ, আদালতে টানাহেঁচড়া, সব মিলিয়ে অনেকদিন ধরেই তারা অস্থিতিশীল। নির্বাচন সামনে রেখে সদস্যপদ ব্যবস্থায় কারসাজির অভিযোগও উঠেছে। অলিম্পিক কমিটির শর্ত পূরণের নামে যেসব প্রচেষ্টা চালানো হয়েছে, সেগুলোকেও বলা হচ্ছে উপরিতলের পদক্ষেপ। এই অধ্যায়ের...