রোপা আমন ফসল নির্বিঘ্নে উৎপাদনের লক্ষ্যে ক্ষতিকর বালাই পর্যবেক্ষণ ও দমনে দিনাজপুরের নবাবগঞ্জে ৯টি ইউনিয়নে ‘আলোক ফাঁদ’ ব্যবহার কার্যক্রমের বাস্তবায়ন করা হচ্ছে। বাস্তবায়নের মাধ্যমে কৃষকরা পাচ্ছেন সফলতা কম খরচে উৎপাদন বেশি হবে, ভেবে স্বস্তি ফিরে এসেছে কৃষকদের মধ্যে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের খামারদেবীপুর মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস কৃষকদের মধ্যে আলোক ফাঁদের কার্যকারিতা ও প্রয়োগ পদ্ধতি তুলে ধরেন। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেরামত আলী, উপসহকারী তাপস কুমার সরকার, উপসহকারী মুকুল বাবুসহ জনপ্রতিনিধি, কৃষক উপস্থিত ছিলেন।জানা গেছে, আলোক ফাঁদ ধানের পোকা দমনে একটি পরিবেশবান্ধব পদ্ধতি। আলোক ফাঁদ তৈরিতে বাঁশের খুঁটি, বৈদ্যুতিক বাল্ব ও সৌর বিদ্যুতের সোলার প্যানেল ব্যবহার করা হয়ে থাকে। ধানক্ষেত থেকে দূরে বাঁশের ৩টি খুঁটির সাহায্যে মাটি থেকে ২-৩ ফুট...