যারা এতদিন বেটা সংস্করণ ব্যবহার করেননি এখন চাইলে আইওএস ১৮ থেকে স্টেবল ভার্সন আইওএস ২৬-এ আপগ্রেড করতে পারবেন। তবে প্রযুক্তি সাইট নিওউইন লিখেছে, আপডেট ইনস্টল করার আগে ব্যবহারকারীদের কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। সবার আগে নিশ্চিত হতে হবে ব্যবহারকারীর ডিভাইসটি এই আপডেট সমর্থন করে কি না। নইলে সফটওয়্যার আপডেট পেইজ ফাঁকা হয়ে যাবে। তাই আইওএস ২৬ সমর্থন করে এমন আইফোন মডেলের তালিকা একবার দেখে নেওয়া উচিত। উল্লেখ্য, সম্প্রতি অ্যাপল বাজারে এনেছে আইফোন এয়ার এবং আইফোন ১৭ সিরিজ যার সর্বোচ্চ সংস্করণের দাম দুই হাজার ডলার। আইফোন আপডেট এখন আগের চেয়ে অনেক স্থিতিশীল হলেও প্রযুক্তিগত সমস্যার ঝুঁকি থেকেই যায়। তাই আইওএস ২৬ ইনস্টল করার আগে একবার ম্যানুয়াল পদ্ধতিতে ব্যাকআপ নেওয়া বুদ্ধিমানের কাজ। ব্যবহারকারীরা সেটিংস > আইক্লাউড > আইক্লাউড ব্যাকআপে গিয়ে ‘ব্যাকআপ নাও’ অপশন...