দীর্ঘ ৩০ বছরের অভিনয়জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান ও রানি মুখার্জি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জমকালো আয়োজনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন অনুষ্ঠান আসর যেন দর্শকদের ‘কুছ কুছ হোতা হ্যায়’র সেই রাহুল-টিনা জুটির কথাই মনে করিয়ে দিল। সামাজিকমাধ্যমে প্রকাশ্যে এসেছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শাহরুখ-রানির কয়েকটি মুহূর্ত। যেখানে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের রসায়ন ফুটে উঠেছে। নজর কেড়েছে শাহরুখ-রানির কেয়ারিং। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায়, জাতীয় পুরস্কারের মেডেল পরার সময় শাহরুখকে সাহায্য করছেন রানি। আবার অন্য একটি ভিডিওতে দেখা গেছে, মঞ্চে ওঠার আগে রানির চুল ঠিক করে দিচ্ছেন শাহরুখ। পুরস্কার অনুষ্ঠানে শাহরুখের পরনে ছিল কালো বন্ধ-গলা শেরওয়ানি। চোখে সানগ্লাস। আর রানি পরেছিলেন বাদামি রঙের শাড়ি। ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, মেঝেতে লেপ্টে...