বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃত্বে থাকছেন না বর্তমান কমিটির দুই নেতা শাহ আলম ও রুহীন হসেন প্রিন্স; আসছে নতুন নেতৃত্ব। চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেসে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির ৪৩ সদস্যকে নিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের বৈঠক চলছে। বুধবার সকাল সাড় ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নেতৃত্ব ঠিক হচ্ছে। তবে ২০২২ সালের দ্বাদশ কংগ্রেসে সভাপতির দায়িত্বে আসা মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স যে এবার নেতৃত্বে থাকছেন না, তা নিশ্চিত হয়ে গেছে। বৈঠকের প্রায় শেষ পর্যায়ে দুপুর ১২টার পরপর প্রিন্স নিজেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহ আলম-প্রিন্স থাকছে না, নতুন নেতৃত্ব আসছে।" বৈঠকে উপস্থিত আরেকজন নির্বাচিত সদস্য মানবেন্দ্র দেব বলেন, "আমাদের নেতা নির্বাচনের বৈঠক চলছে, হয়ত কিছুক্ষণের...