দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আগামী ৫ বছরের জন্য এই সমঝোতা স্মারক কার্যকর থাকবে। সমঝোতা অনুযায়ী, টিআইবি দুদকের ওয়াচডগ ও সহায়তাকারী হিসেবে কাজ করবে। যুগ পরিবর্তনের সাথে সাথে দুর্নীতির ধরনেও পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সকল বিষয়ে আমরা দুদককে সহায়তা করছি এবং করব। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত ৬টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নভেম্বর মাসের মধ্যেই মামলাগুলোর রায় হবে বলে আমরা প্রত্যাশা করছি। এদিকে, দুদক সংস্কার বিষয়ে একটি বিশেষ কমিশনের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক...