অন্তর্বর্তী সরকারের দক্ষতা ও কঠোরতা থাকলে নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড করার সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার ২৪ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার যদি সত্যিকারের দক্ষতা ও কঠোরতা প্রদর্শন করত, তাহলে নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা কখনোই এমন কর্মকাণ্ডের সাহস পেত না। আওয়ামী লীগের দীর্ঘদিনের দুর্নীতি ও অপকর্মের বিচার হলে আজকের পরিস্থিতি অন্যরকম হতো। তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো আতাত নেই। যারা অতীতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের খোলস বদলে ফের রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া যাবে...