২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম ভারতের উত্তর প্রদেশের কানপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে অস্থিরতা দেখা দিয়েছে। এ নিয়ে কয়েকটি এফআইআর দায়ের হয়েছে এবং উত্তর প্রদেশ ছাড়াও দেশের বিভিন্ন শহরে মুসলিমদের বিক্ষোভ হয়েছে। কোথাও কোথাও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষও হয়েছে। গত রবিবার উত্তরাখণ্ডের কাশীপুরে একই ধরনের ব্যানার হাতে মিছিলের সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। তখন পুলিশ আটজনকে আটক করে। একই দিন উত্তর প্রদেশের উন্নাওতে একইরকম মিছিলের পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। মুসলিমরা অভিযোগ করেছেন, নিজেদের ধর্মীয় স্বাধীনতা প্রকাশ করায় পুলিশ তাদের টার্গেট করছে।কানপুর পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) দীনেশ ত্রিপাঠি জানান, রাওয়াতপুর থানা এলাকায় মিলাদুন্নবীর প্রচলিত শোভাযাত্রার জন্য নির্দিষ্ট জায়গা ছিল। কিন্তু স্থানীয়রা অন্যত্র প্যান্ডেল বানিয়ে...