দেশের উন্নয়নে বড় কিছু উদ্যোগ নিচ্ছে সরকার। স্বাস্থ্য খাতের হাসপাতাল নির্মাণ থেকে শুরু করে তিস্তা নদী পুনঃব্যবস্থাপনা, বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক সম্প্রসারণ, কক্সবাজার বিমানবন্দর আধুনিকীকরণ কিংবা নতুন সেতু নির্মাণ—প্রায় সব খাতেই বড় বড় প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব এসেছে। তবে এসব উদ্যোগের ভাগ্য নির্ভর করছে বিদেশি সহায়তার ওপর। আর এ সহায়তা কতটা পাওয়া যাবে এবং কোন প্রকল্প কতটা অগ্রাধিকার পাবে, তা ঠিক করতে আজ বুধবার বৈঠকে বসছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বৈদেশিক সহায়তা অনুসন্ধান কমিটি। বৈঠকে আলোচনায় উঠছে মোট ৩৬টি প্রকল্প। এগুলোর যৌক্তিকতা, বাস্তবতা আর অর্থায়নের নিশ্চয়তা নিয়ে শুরু হবে বিস্তারিত যাচাই-বাছাই। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পক্ষ থেকে বৈদেশিক সহায়তার জন্য একাধিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে। ইআরডি সূত্র বলছে, সম্প্রতি বাংলাদেশের বিদেশি ঋণের উল্লেখযোগ্য অংশ নন-কনসেশনাল ঋণ (কঠিন শর্তের...