ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙায় সিদ্ধেশ্বরী মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতের পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত পৌনে চারটার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। পরে ওই ব্যক্তি মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। মন্দির কমিটির সভাপতি বঙ্কিম মুখার্জি জানিয়েছেন, মন্দিরের প্রতীমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইমিটেশনের কয়কটি গহনা চুরি করে নিয়ে গেছে। প্রতীমার গলায় স্বর্ণের গহনা রয়েছে, এমন ধারণা থেকে...