এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ–ভারত ম্যাচ আজ। এ ম্যাচে ভারত পরিষ্কার ফেবারিট। প্রতিপক্ষের নাম বাংলাদেশ বলে ভারত ফেবারিট, তা নয়। বাংলাদেশের জায়গায় ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার হলেও ভারতই ফেবারিট থাকত। এ মুহূর্তে খাতা–কলমে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের চেয়ে বড় ফেবারিট আর কোনো দল নেই। এরপরও ভারত হারে, ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষরাও কখনো কখনো মুখ থুবড়ে পড়ে। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ভারত ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে, যেখানে হেরেছে মাত্র ৩ ম্যাচ। বাংলাদেশ দল আজ তিনকে চার বানাতে চাইবে। কাজটা কতটা কঠিন, তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এশিয়া কাপে ভারত যে ম্যাচগুলো খেলেছে, সেগুলোর স্কোরবোর্ডে চোখ বুলিয়ে এলেই বুঝতে পারবেন। প্রশ্ন হলো, কঠিন এ ম্যাচে বাংলাদেশের কেমন একাদশ সাজাতে পারে? ওপেনিং নিয়ে প্রশ্ন নেই। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম চারজন নিয়েই আসলে কোনো প্রশ্ন নেই।...