ঢাকা: যুক্তরাজ্যসহ এক ডজনেরও বেশি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর পশ্চিমতীরে উচ্ছ্বাসে ফেটে পড়েন ফিলিস্তিনিরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রামাল্লা, তুলকারেমসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।রামাল্লার কেন্দ্রীয় স্কোয়ারে জড়ো হন শত শত মানুষ। ফিলিস্তিনি ও ইউরোপীয় দেশগুলোর পতাকা হাতে তারা ‘জাতীয়তাবাদী’ স্লোগানে মুখর করে তোলেন পরিবেশ। অনেকের হাতেই দেখা যায় ‘স্টপ দ্য জেনোসাইড’ লেখা পোস্টার ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছবি।এ সময় উপস্থিত ছিলেন ফাতাহ দল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ নেতারাও। তারা উপস্থিত জনতার সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।ফাতাহর কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিবরিল রজৌব এএফপিকে বলেন, ‘এই স্বীকৃতি একটি প্রক্রিয়ার প্রথম ধাপ। আমরা আশা করি এটি অব্যাহত থাকবে। এটি আমাদের জনগণের শতবর্ষের প্রতিরোধ ও দৃঢ়তার...