কর্পোরেট ডেস্ক : সম্প্রতি লায়ন জেলা ৩১৫এ১ এর অধীনে ঢাকাস্থ ৫২টি লায়ন্স ক্লাবের সমন্বয়ে যৌথ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মেরিয়োট কনভেনশন হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। লায়ন গোলাম ফারুক রাব্বানী, চেয়ারপার্সন ইন্সটলেশন ও ইন্ডাক্সন কমিটি, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস’র নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন একেএম গোলাম ফারুক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লায়ন একেএম গোলাম ফারুক, জেলা গভর্নর, ক্লাবের নির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরসদের শপথ বাক্য পাঠ করান। সেই সাথে তার নিজস্ব লোগো সম্বলিত পকেট ব্যাজ যার আহবান “আত্ম অনুপ্রেরণা নেতৃত্বের বিকাশ ঘটায়” উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে লায়ন একেএম...