কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বাড়াতে ঝালকাঠি সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা ইয়াসমিন। এ সময় উপজেলা কৃষি অফিসার আলী আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৯ জন কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে- বসতবাড়িতে চাষের জন্য ৩৭৫ জন কৃষককে ৭ ধরনের সবজির বীজ প্রদান করা হয়েছে। মাঠে চাষের জন্য ৬৩৫ জন কৃষককে বীজ, সার ও অন্যান্য উপকরণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১০ জনকে লাউ, ১৭৫ জনকে মিষ্টিকুমড়া, ১৭৫ জনকে বেগুন এবং ১৭৫ জনকে শসার বীজ দেওয়া হয়। এছাড়াও, প্রত্যেক কৃষককে ১০...