২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন ‘রাগাসা’ বুধবার পর্যন্ত তাইওয়ান ও ফিলিপাইনে তীব্র প্রভাব ফেলেছে। ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং হ্রদের পানির উপচারে তাইওয়ানে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ফিলিপাইনে নিহতের সংখ্যা কমপক্ষে একজন। ঝড়টি বর্তমানে চীনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। রাগাসা গতকাল মঙ্গলবার ফিলিপাইনের উত্তর উপকূল ও তাইওয়ান অতিক্রম করেছে। এর ফলে তীব্র প্রাকৃতিক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ঘটেছে। ঝড়ের কারণে দুর্যোগকালীন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে হংকং কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে, এবং লোকজনকে ঘরে থাকতে বলা হয়েছে। তাইওয়ানের ফায়ার সার্ভিস জানায়, হুয়ালিয়েন কাউন্টিতে ১৪ জনের মৃত্যু এবং ১২৪ জন নিখোঁজ রয়েছেন। ফিলিপাইনের উত্তরাঞ্চলের প্রত্যন্ত দ্বীপগুলোতেও বন্যার কারণে একজন নিহত হয়েছে।...