ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এশিয়া কাপে এবারের দুই লড়াইতেও মাঠে ও মাঠের বাইরে উত্তাপ ছিল তীব্র। এমনকি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও বলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে লড়াই আর দ্বৈরথ নয়, কারণ সাম্প্রতিক মুখোমুখি পরিসংখ্যানে তাদের আধিপত্য স্পষ্ট। তবে অনেকে মনে করছেন, সম্পর্কের টানাপোড়েন ও বাড়তি আবেগ না থাকলে হয়তো এমন বক্তব্য দিতেন না ভারতীয় অধিনায়ক। প্রশ্ন হলো, ভারতের জন্য আদৌ কোনও প্রতিদ্বন্দ্বী আছে? ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে ভারত, হেরেছে মাত্র ৩টি। প্রতিভার সঙ্গে এখন মিশেছে সঠিক মানসিকতাও। ধীরগতির দুবাইয়ের উইকেটে তারা এক ফ্রন্টলাইন পেসার নিয়েই খেলছে, যিনি পাওয়ারপ্লেতে তিন ওভার বল করে ম্যাচ গড়ে দিচ্ছেন। ফলে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সূর্যকুমারদের দল। বাংলাদেশ অবশ্য বিশ্বাস করবে ভারতের আধিপত্যে হানা দেওয়ায়। প্রথম রাউন্ডে শেখ মেহেদী হাসানের ঘূর্ণি...