চলতি বছর এ পর্যন্ত ইরানে অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস গ্রুপ (আইএইচআর) এ তথ্য জানিয়েছে। আইএইচআরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশটিতে অন্তত ৬৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সে হিসেবে গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৯ জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, আইএইচআর ২০০৮ সাল থেকে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হিসাব রাখছে। গত বছর দেশটিতে রেকর্ড ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ বছর তো আরও তিন মাস বাকি রয়েছে। এরই মধ্যে মৃত্যুদণ্ডের সংখ্যা গত বছরকে ছাড়িয়ে গেছে।...