টাঙ্গাইলের সখীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধ সাকিম উদ্দিনের (৬৫) মনোহারী দোকান পুড়ে ছাই হয়ে গেছে। জীবিকার একমাত্র অবলম্বন এই দোকান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার কচুয়া পূর্বপাড়া এলাকায় ভোর রাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৪টার দিকে দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় আশেপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও লাভ হয়নি। দোকান মালিক সাকিম উদ্দিন বলেন, “দুটি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলাম। ফ্রিজ, টিভি, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ দোকানের সব মালামাল পুড়ে গেছে। প্রতি সপ্তাহে চার হাজার টাকা কিস্তি দিতে হয়। দোকান পুড়ে যাওয়ায় এখন সংসার চালানোই অসম্ভব হয়ে পড়েছে, কিস্তি শোধ তো দূরের কথা। ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা হয়েছে বলে...