দুদকের পক্ষে মহাপরিচালক মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত কার্যক্রম আরো গতিশীল করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর মধ্যে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।আরো পড়ুন:বাগেরহাটের দুদক কর্মকর্তা আবুল হাশেম স্ট্যান্ড রিলিজহাবিপ্রবিতে ঘুষের অভিযোগে দুদকের অভিযান বাগেরহাটের দুদক কর্মকর্তা আবুল হাশেম স্ট্যান্ড রিলিজ দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ দুদক ও টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।...