যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার ঝড় উঠেছে। ঘটনার পরপরই এনসিপি এক বিবৃতিতে আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার নিন্দা জানায়। দলটির নেতারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এ ঘটনায় অন্তবর্তী সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও আহ্বান জানান। নিজের ফেসবুক পোস্টে তাজনুভা লেখেন, ‘রাজনীতিতে আসার পর থেকে আমরা নারীরা হেন কোনো গালি নাই শুনি নাই। হেন কোনো সাইবার বুলিং নাই যার মধ্যে দিয়ে যায় নাই। ম বর্গীয়, খ...