২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম চীনের চংকিং প্রদেশের উশান অঞ্চলে পাহাড়ের চূড়ায় গড়ে উঠেছে এক অভাবনীয় বিমানবন্দর, উশান এয়ারপোর্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৭৭১ মিটার উঁচুতে অবস্থিত এই বিমানবন্দরটি শুধু একটি পরিবহন কেন্দ্র নয়, বরং প্রকৌশল দক্ষতা, প্রযুক্তি আর মানবসাহসের এক জীবন্ত নিদর্শন। বিমানবন্দরটি নির্মাণ করতে প্রকৌশলীদের সামনে ছিল এক বিশাল চ্যালেঞ্জ, প্রায় ২,০০০ মিটার উঁচু একটি পাহাড়ের চূড়া সমান করতে হয়েছে। এই প্রকল্পে সাতটি পাহাড় কেটে এবং ছয়টি উপত্যকা ভরাট করে একটি সমতল প্ল্যাটফর্ম তৈরি করা হয়, যার ওপর বসানো হয় রানওয়ে, টার্মিনাল ও অন্যান্য কাঠামো। এ ধরনের ভূমি সংস্কারের কাজ ছিল অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। এ জন্য লেগেছে বহু বছর, অত্যাধুনিক মেশিনারি এবং চীনা প্রকৌশলীদের অসাধারণ নকশাগত দূরদৃষ্টি। ২০১৯ সালের ১৬ আগস্ট...