পঞ্চগড়ের দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চ বিদ্যালয় (এন এন স্কুল) ও দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধাওয়া–পাল্টা ধাওয়া, মারামারি ও সড়ক অবরোধ চলার পর সন্ধা ৭টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এতে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। জানা যায়, বিকেল ৪টার দিকে এন এন স্কুল মাঠে ৫২তম গ্রীষ্মকালীন আন্তঃ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ট্রাইবেকারে টেকনিক্যাল স্কুলকে হারায়। খেলা শেষে ফেরার পথে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে টেকনিক্যাল স্কুল ভবনের জানালার কাঁচ ও নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। পরে টেকনিক্যালের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেবীগঞ্জ চৌরাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি...