পিআর পদ্ধতি বাংলাদেশের জনগণ শতভাগ বোঝে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পদ্ধতিতে মানুষ ভোট দিতে চায় কি না, তা জানতে গণভোট আয়োজন করা যেতে পারে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আব্দুর রশিদ জিতু বলেন, “উন্নত দেশগুলোতে পিআর পদ্ধতি চালু রয়েছে। আমরা উন্নত দেশগুলোর বিভিন্ন কাঠামো অনুসরণ করার চেষ্টা করেছি, বিশেষ করে শিক্ষা খাতে নানা পদ্ধতি চালু করা হয়েছিল, কিন্তু সেগুলো সফল হয়নি। তাই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা উচিত। জনগণ যদি গণভোটে পিআর...