মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার অনুরাগ অনিল বোরকার(১৯)নামেএক ছাত্র মেডিকেল কলেজে ভর্তির দিনই আত্মহত্যা করে মারা যান।তিনি“ডাক্তার হতে চাই না”লিখে একটি চিরকুট রেখে গেছেন। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। নওয়ারগাঁওয়ে অনুরাগ তার পরিবারের সাথে বসবাস করতেন। তিনি সম্প্রতি ২০২৫ সালের এনইইটি ইউজি পরীক্ষায় ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন এবং ওবিসি বিভাগে পুরো ভারতে ১৪৭৫তম স্থান অর্জন করেন। এই সাফল্যের পর তিনি উত্তর প্রদেশের গোরখপুরে এমবিবিএস কোর্সে ভর্তি হতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। পুলিশের মতে, গোরখপুর যাওয়ার আগেই অনুরাগকে তার বাড়িতে ঝুলন্ত...