দুর্নীতির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজের অপসার দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিপীড়িত নাগরিক সমাজ। এছাড়া কুমিল্লার ছাত্র জনতা ও সচেতন এলাকাবাসীর ব্যানারেও পরিচালক এবং তার প্রধান সহকারী দেলোয়ারের অপসারণ দাবি করেন তারা। আজ মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি কুমিলা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ কেনাকাটায় কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে হাসপাতালে পরিচালক মাসুদ পারভেজসহ বেশ কয়েকজন চিকিৎসক নেতার বিরুদ্ধে। এছাড়া দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন পরিচালকের প্রধান সহকারী দেলোয়ার হোসেনও। এছাড়া দীর্ঘদিন হাসপাতালে অনিয়ম ও দালালের দৌলতের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করে আসলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিতে পারেনি। তাদের বিরুদ্ধে পরপর দুর্নীতির অভিযোগ উঠে আসছে। তাই...