এশিয়া কাপে ৮.৩৬ গড়ে ৩ ম্যাচে ৩ উইকেট নিয়েছেন ভারতের পেসার জাশপ্রীত বুমরাহ। পারফরম্যান্সে ভাটা থাকলেও খুশি দলটির টিম ম্যানেজমেন্ট। পাওয়ার প্লেতে তিন ওভার করে বল করেছেন সব ম্যাচে। সঙ্গে ডেথ ওভারে দায়িত্ব নিয়েছেন। সহকারী কোচ রায়ান টেন ডয়েসকেট বলছেন, বুমরাহ ঠিক কঠিন কাজটিই করছেন। ‘এই ফরম্যাটে খুব কম বোলারই পাওয়ার প্লেতে তিন ওভার বল করেন। সেক্ষেত্রে কোন টুর্নামেন্টে হলে তা আরও গুরুত্ব বহন করে। ’ ‘আমরা বুঝি তিনি খুব কঠিন কিছু সামলাচ্ছেন। পাওয়ার প্লেতে যেখানে আউটফিল্ডে মাত্র দুজন ফিল্ডার থাকেন। কিছু ম্যাচ থাকে তিনি উইকেট পাবেন না, খরুচে বোলারও হবেন।’ বুমরাহ এপর্যন্ত এশিয়া কাপে ১১ ওভার বল করেছেন। গ্রুপপর্বে ওমানের বিপক্ষে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল। ফাইনালে ভারত...