অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি’র সাংবাদিক অ্যান্টোনেট লাতুফকে অন্যায়ভাবে বরখাস্ত করার দায়ে ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে দেশটির ফেডারেল কোর্ট। বুধবার ২৪ সেপ্টেম্বর বিচারক ড্যারিল রাঙ্গিয়াহ এ আদেশ দেন। এর আগে জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি’র পক্ষ থেকে সাংবাদিক লাতুফকে ৭০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। নতুন করে আরোপিত অর্থদণ্ডকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উল্লেখ করেছেন বিচারক। ২০২৩ সালের ডিসেম্বরে গাজা যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পরই সাংবাদিক লাতুফকে এবিসি রেডিও সিডনির ‘মর্নিং শো’ থেকে সরিয়ে দেওয়া হয়।আদালতের ভাষ্য অনুযায়ী, বিষয়টি ছিল প্রো-ইসরায়েল লবিগ্রুপের চাপের ফল, এবং লাতুফের রাজনৈতিক মতাদর্শই তাকে চাকরিচ্যুত করার প্রধান কারণ। ঘটনার সময় লাতুফ তার ইনস্টাগ্রাম স্টোরিতে হিউম্যান রাইটস ওয়াচের একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে...