২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গাজা সংকট শুধুমাত্র সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, ইসরায়েলের সশস্ত্র বাহিনী হামাসকে নির্মূল করতে দু’বছর ধরে যে অভিযান চালাচ্ছে, তা লক্ষ্য অর্জনে পর্যাপ্ত নয়। কূটনৈতিক উদ্যোগ এবং মানবিক সহায়তা ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়ে ম্যাক্রোঁ এই মত প্রকাশ করেন। তিনি জানান, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল হামাসকে ধ্বংসের উদ্দেশ্যে গাজায় অভিযান শুরু করেছে। এই অভিযান চললেও এখনও হামাসের হাজার হাজার যোদ্ধা জীবিত আছে। তাই তিনি মনে করেন, শুধুমাত্র সামরিক পদ্ধতিতে এগোলে সংকট সমাধান হবে না। ম্যাক্রোঁ বলেন, লক্ষ্য পূরণের জন্য সর্বাত্মক ও বহুমুখী কূটনৈতিক তৎপরতা প্রয়োজন। গাজায়...