২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ হাফিজ সাব্বির আহমদ বলেছেন, নেতাদের নেফাকি স্বভাব ইসলামি আন্দোলনের স্পিরিটকে দূর্বল করছে। এরা ক্ষমতার জন্য সবকিছুকে জায়েজ করে ফেলছেন। দ্বীনের উসুল বাদ দিয়ে ধর্মহীন গণতান্ত্রিক উসুলে নিজেকে বিলীন করে দিচ্ছেন। তা উম্মাহর জন্য দীর্ঘমেয়াদি ক্ষত সৃষ্টি করবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বার্মিংহামে এক ঘরোয়া আলোচনায় তিনি আরো বলেন, মাদরাসার হুজুর, মসজিদের খতিব, ইসলামি আন্দোলনের কর্মী, তালেবে ইলিম সকলকেই দ্বীন-ইসলামের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইসলামের নামে অনৈসলামিক মতবাদ, ভ্রান্ত ধর্ম বিশ্বাসকে প্রশ্রয় দেওয়া যাবে না। কঠিন সময়েও দাঁতে দাঁত চেপে হকের উপর সাবিত কদম থাকতে হবে। ক্ষমতা রক্ষায় যারা বাতিলপন্থীদের সাথে আঁতাত করে চলেন তারা মুনাফিক। এই মুনাফিকরাই ইসলামের বেশি...