খাদ্য প্রশাসনের মাঠ পর্যায়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্য গুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ ব্যক্তিগত অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। সরকারি চাল সংগ্রহ ও বিতরণে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও রয়েছে। এসব কারণে তাকে ইতোমধ্যে দিনাজপুরের বিরামপুরে বদলি করা হয়েছে। অন্যদিকে দিনাজপুরের সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি-ফুড) সুবিরনাথ চৌধুরীর বিরুদ্ধে উৎকোচ দাবির অভিযোগ উঠেছে। পরিবহণ মালিকদের একজন এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন। ইতোমধ্যে তাকেও ঝিনাইদহে বদলি করা হয়েছে। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরে রৌমারীতে যোগদানের পর থেকেই শহীদুল্লাহর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুরের যাদুরানী খাদ্য গুদামে দায়িত্ব পালনকালে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। জানা গেছে,...