মিলান ফ্যাশন উইক মানেই ফ্যাশনের দুনিয়ার সবচেয়ে আলোচিত আয়োজন। সেই র্যাম্প ও রেড কার্পেটে তারকারা হাজির হন নিজেদের সেরা রূপে। এ বছর গুচির নতুন কালেকশনে আলো কাড়লেন বলিউডের তারকা আলিয়া ভাট। এক কথায়, তার লুক ছিল পরিশীলিত অথচ দারুণ নাটকীয়-যা তাকে আলাদা আভা এনে দিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে আলিয়ার সাজের কেন্দ্রবিন্দু ছিল গুচির কালো ফার কোট। ড্রপড শোল্ডার ও ওভারসাইজড কাটে তৈরি এই কোটে ফুটে উঠেছে সাহসী অথচ এলিগ্যান্ট স্টাইল। সামনের স্লিটে ভেসে উঠছিল কালো নেট স্টকিংস, যা তার লুকে যোগ করেছে বাড়তি আকর্ষণ। কোটের ভারী গঠন আর স্টকিংসের সূক্ষ্ম উঁকিঝুঁকি একসঙ্গে মিশে যেন এক ধরনের কনট্রাস্ট তৈরি করেছে। চুলে ছিল অনায়াস ছোঁয়া। স্ট্রেট করা খোলা চুলে কপার হাইলাইট সূক্ষ্ম ঝিলিক ছড়াচ্ছিল আলোর প্রতিফলনে। মেকআপে ছিল স্বাভাবিকতার ছাপ। ন্যুড লিপস,...