সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারানো বাস সামনে থাকা মোটরসাইকেলকে চাপা দিলে ইউনিয়ন বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন। নিহত আবুল কালাম আজাদ (৫৫) রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চকমনোহারপুর গ্রামের আসাদ উদ্দিনের ছেলে। ওসি ইসমাইল হোসেন বলেন, রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটির চালক আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। ওসি আরও বলেন, দুর্ঘটনার পর চালক ও সহকারীরা পালিয়ে গেলেও ক্ষতিগ্রস্থ বাস ও ট্রাক জব্দ...